কক্সবাজারে মাত্র দেড় কিলোমিটারের মধ্যে তিন দুর্ঘটনা, আহত ৫০

 


কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু অংশে মাত্র দেড় কিলোমিটার এলাকায় তিনটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ মে) দুপুরে অল্প সময়ের ব্যবধানে দুর্ঘটনাগুলো ঘটে। রামু ক্রসিং হাইওয়ে থানার ইনচার্জ মো. নাসির উদ্দি

ন বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মো. নাসির উদ্দিন জানান, মহাসড়কের রামুর জোয়ারিয়ানালা মুরাপাড়া এলাকায় হানিফ-সৌদিয়া পরিবহনের দুই বাস, গুচ্ছগ্রাম এলাকায় বাস-সিএনজি ও রশিদনগরে সৌদিয়া-মারসা পরিবহনের দুই বাসে সংঘর্ষ হয়েছে। বৃষ্টিতে সড়ক পিচ্ছিল থাকায় দুর্ঘটনাগুলো ঘটেছে। এসব সংঘর্ষে নিহতের ঘটনা না ঘটলেও প্রতিটি বাসের যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্য হতে ৪০-৫০ জনকে নামিয়ে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে তাদের অনেকেই নিজেদের মতো চলে গেছেন।


তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাইওয়ে পুলিশ টিম। আহতদের চিকিৎসার ব্যবস্থা করে দুর্ঘটনা কবলিত বাসগুলো মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।



Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post