কিশোরগঞ্জের গোরখোদক মনু মিয়ার ঘোড়াটিকে মেরে ফেলেছে দুর্বৃত্তরা। বিনা খরচে ৪৯ বছরে ৩ হাজার ৫৭টি কবর খুঁড়েছেন মনু মিয়া। ৬৭ বছর বয়সের মনু মিয়া কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি গ্রামের বাসিন্দা।
শনিবার (১৭ মে) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার।
জানা যায়, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন গোরখোদক মো. মুনু মিয়া। এ প্রবীণ গোরখোদক মুন মিয়া নামেই পরিচিত। যে কারোর মৃত্যু সংবাদ কানে আসা মাত্রই খুন্তি, কোদাল, ছুরি, করাত, দা, ছেনিসহ সহায়ক সব যন্ত্রপাতি নিয়ে ছুটে যান কবরস্থানে। মানুষের অন্তিম যাত্রায় তিনি বাড়িয়ে দেন তার আন্তরিক দুহাত। তবে তার অসুস্থতায় চলার সাথী ঘোড়াটি মেরে ফেলেছে দুর্বৃত্তরা।
মিয়া স্ত্রী রহিমা বেগম বলেন, ‘তারে (মনু মিয়া) তাড়াতাড়ি করে ঢাকা নিয়ে আসলে ঘোড়াটিকে দেখার মতো কেউ ছিলো না। হয়তো রশি ছিঁড়ে চলে গেছে এখন খবর পেয়েছি ঘোড়াটাকে মেরে ফেলেছে। তার (মনু মিয়া) কাছে ঘোড়াটা সন্তানের মতো ছিলো। নিজের থেকে বেশি আদর যত্ন করেছে। আমরা বিচার চাই।’
এ বিষয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার বলেন, মিঠামইন থানার ওসিকে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়া মাত্রই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Post a Comment