সুনামগঞ্জে ৯০ ভারতীয় গরুর চালান আটক করল বিজিবি

 


সীমান্তের ওপার থেকে নানা কৌশলে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ৯০টি ভারতীয় গরু আটক করা হয়েছে। বিজিবি’র সহযোগিতায় ট্রাস্কফোর্স অভিযান চালিয়ে গরুগুলো আটক করে।

বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদী দিয়ে ট্রলারে করে গরুগুলো পাচার করা হচ্ছিল। বিজিবি কর্মকর্তা জানিয়েছেন, আটককৃত গরুর মূল্য প্রায় ৭০ লাখ টাকা।


জানা যায়, ভারতের মেঘালয় রাজ্য থেকে দোয়ারাবাজারের ভোগলাবাজার সীমান্ত দিয়ে আসা চোরাই গরুগুলো ভোগলাবাজার গরু’র হাটে এনে বাংলাদেশী কিছু গরু’র সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল। পরে এই গরুগুলোকে কাগজে স্থানীয় দেখিয়ে নদীপথে নিয়ে পাচার করা হচ্ছিল। সুনামগঞ্জ, জামালগঞ্জ, ধর্মপাশা হয়ে দেশের অন্য এলাকায় পাঠানোর উদ্দেশ্যে নিয়ে যাবার সময় সুনামগঞ্জ শহরের সাহেববাড়ী ঘাট এলাকার সুরমা নদীতে গরু বোঝাই ট্রলারটি আটক করা হয়। ট্রাস্কফোর্সের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়। পরে আটক করা গরুগুলোকে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের ক্যাম্পাসে এনে রাখা হয়েছে।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, ভারতীয় চোরাই গরুর একটি বড় চালান নদীপথে আসছে। পরে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ট্রাস্কফোর্স বুধবার সন্ধ্যায় অভিযান চালায়। এ সময় ৯০টি গরুসহ একটি ট্রলার আটক করা হয়। গরুগুলো আটকের পর প্রাণিসম্পদ কর্মকর্তাকে দিয়ে যাচাই করা হয়। 


প্রাণিসম্পদ কর্মকর্তা জানিয়েছেন, আটক গরুর বেশিরভাগই ভারতের মেঘালয়ের গরু। এসব গরু আপাতত স্থানীয়দের জিম্মায় দেওয়া হবে। এরপর নিয়মিত মামলা দায়ের হবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।


Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post