নৌবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ‘নাবিক ভর্তি–সংক্রান্ত জালিয়াতি চক্রে’র ৯ সদস্যকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২০ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, গত সোমবার খুলনার সোনাডাঙ্গা থানার একটি হোটেলে অভিযান চালিয়ে জালিয়াতি চক্রের ৯ সদস্যকে আটক করা হয়।
আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ এপ্রিল থেকে গ্রীষ্মকালীন বি-২০২৫ ব্যাচে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তির কার্যক্রম চলমান। ভর্তির কার্যক্রম চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানার একটি হোটেলে অভিযান চালিয়ে নাবিক ভর্তি–সংক্রান্ত জালিয়াতি চক্রের ৯ জন সদস্যকে আটক করে। অভিযানের সময় হোটেল থেকে প্রতারণার শিকার ৩৮ জন চাকরিপ্রার্থীকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া চাকরি প্রার্থীরা জানান, প্রতারক চক্রের সদস্যরা ৮-১৫ লাখ টাকার বিনিময়ে চাকরির প্রলোভন দেখিয়ে ব্যাংকের ব্ল্যাংক চেক, ব্ল্যাংক স্ট্যাম্প এবং হোটেলে আসার সময় তাদের ব্যক্তিগত মুঠোফোন নিয়ে নেয়। এ ছাড়া, প্রতারক চক্রের সদস্যরা বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য হোটেলেই প্রার্থীদের চোখ পরীক্ষা এবং ভুয়া স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে।
Post a Comment