পাকিস্তানের বিপক্ষে খেলাই উচিত নয়: গৌতম গম্ভীর


 

গত ২২ এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পেহেলগামে হামলার পর মুখ খুলেছিলেন গৌতম গম্ভীর। কড়া জবাব দিয়েছিলেন তিনি।এর জন্য খুনের হুমকিও পান ভারতের ক্রিকেট দলের কোচ। এর পরেও পিছু হটতে রাজি নন গম্ভীর। সন্ত্রাসী হামলা নিয়ে ভারতকে আরও কঠিন পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। গম্ভীরের মতে, দু’দেশের মধ্যে কোনও সম্পর্ক থাকা উচিত নয়। এমনকি, ক্রিকেট ম্যাচও হওয়া উচিত নয়।   

একটি অনুষ্ঠানে গম্ভীরকে প্রশ্ন করা হয়, পেহেলগামে হামলার পরে ভারত-পাকিস্তানের মধ্যে কি ক্রিকেট ম্যাচ হওয়া উচিত? জবাবে গম্ভীর বলেন, “আমার ব্যক্তিগত জবাব, না। ক্রিকেট ম্যাচ, বলিউডের ছবি বা শিল্প, কোনও কিছুই দেশের মানুষ ও জওয়ানদের জীবনের থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়। ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও সম্পর্ক থাকা উচিত নয়। তার মধ্যে ক্রিকেটও পড়ে। আমি সরকারের কাছে এই আবেদনই করব। পাকিস্তানকে কড়া জবাব দিতে হবে।” 


গম্ভীরের কথা থেকে বুঝা যাচ্ছে দু’দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্কও বন্ধ করে দিতে চান। পেহেলগামের কাণ্ডের পর ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসির কাছে আবেদন করেছে, যেনো আইসিসি প্রতিযোগিতায় ভারত-পাকিস্তানকে এক গ্রুপে না রাখা হয়। অর্থাৎ, শুধু দ্বিপাক্ষিক সিরিজ নয়, আইসিসি প্রতিযোগিতাতেও পাকিস্তানের সঙ্গে খেলতে চাইছে না ভারত। গম্ভীরও সেই কথাই বললেন।

হামলার পরেই প্রতিবাদ জানিয়ে গম্ভীর সামাজিকমাধ্যমে নিন্দা করেছিলেন।সেখানে পোস্টে লিখেছিলেন, “মৃতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। যারা এই কাজের জন্য দায়ী তাদের মূল্য দিতেই হবে। ভারত পাল্টা আঘাত হানবেই।” 


পর দিনই হুমকি পান ভারতীয় দলের প্রধান কোচ। তাকে ইমেলে হুমকিবার্তা পাঠায় ‘আইসিস কাশ্মীর’। দুপুরে প্রথম ইমেল পান গম্ভীর। দ্বিতীয়টি পান বিকেলে। দু’টি ইমেলেই লেখা ছিল, ‘আইকিলইউ’। যার অর্থ, আমি তোমায় মেরে ফেলব। গম্ভীর দেরি করেননি। সঙ্গে সঙ্গে রাজেন্দ্র নগর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার কথা জানিয়েছেন মধ্য দিল্লির ডিসিপিকেও। দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করেন তিনি। তাঁর পরিবার যাতে সুরক্ষিত এবং নিরাপদে থাকে তার জন্যও পুলিশকে উদ্যোগী হতে বলেন তিনি।


সেন্ট্রাল পুলিশের ডেপুটি কমিশনার এম হর্ষবর্ধন বলেন, “তদন্ত করতে গিয়ে জিগ্নেশের নাম উঠে আসে। উনি ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। আপাতত ওকে আটক করা হয়েছে। জিগ্নেশের পরিবার জানিয়েছে, ওর মানসিক সমস্যা রয়েছে। তদন্ত এখনও চলছে।” এই ঘটনার নেপথ্যে জঙ্গি যোগ রয়েছে কি না, তা জিগ্নেশকে জেরা করে খতিয়ে দেখছে পুলিশ। গম্ভীর ও তাঁর পরিবারের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে


Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post