স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বুধবার ইসির সামনে এনসিপির বিক্ষোভ

 


নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার সকাল ১১টায় এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন।মঙ্গলবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ আনেন এনসিপি সদস্য সচিব আক্তার।বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নিয়ে আন্দোলনের বিষয়টি তুলে ধরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘যে সংকট তৈরি হয়েছে তা সমাধানে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। পক্ষপাতমূলক গ্যাজেট প্রকাশ হয়েছে। ওই আমলের সব নির্বাচনই আমরা প্রত্যাখ্যান করছি।’নাহিদ বলেন, ‘জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচনের তারিখ ঘোষণার পর স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হোক। দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য স্থানীয় সরকার নির্বাচনের কোনো বিকল্প নেই।’নির্বাচন কমিশনের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিতে হলে ইসি পুনর্গঠন করতে হবে। বিভিন্ন জায়গায় আপনারা (ইসি) যে ছলচাতুরী করছেন তা বন্ধ করুন।’

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post