কৃষক দল নেতাকে গুলি করে হত্যা

 


 যশোরের অভয়নগরে উপজেলা কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম সরদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।


বৃহস্পতিবার (২২ মে) বিকেলে এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘের সংক্রান্ত বিরোধের জেরে আজ বিকেলে সালিসে অংশ নিতে যান তরিকুল ইসলাম। সালিস চলাকালে গোলযোগ বাধে। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তিনি মারা যান।


অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post