ইসি পুনর্গঠন না হলে কোনো নির্বাচনই হতে দেবে না এনসিপি: নাসীরুদ্দীন

 


নির্বাচন কমিশন পুনর্গঠন না হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশে কোনো নির্বাচনই হতে দেবে না বলে হুঁশিয়ার করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। বুধবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে দলটির বিক্ষোভ কর্মসূচিতে এ হুঁশিয়ারি দেন তিনি।ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বুধবার এই বিক্ষোভ সমাবেশ করে এনসিপি। এতে অবিলম্বে নির্বাচন কমিশনারদের পদত্যাগও দাবি করা হয়।কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে জড়ো হয়ে অবস্থান নেন এনসিপির নেতাকর্মীরা। পূর্বঘোষিত এই কর্মসূচিতে স্থানীয় সরকার নির্বাচনে কমিশনের ভূমিকা ও সম্প্রতি বিএনপি সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে ইশরাক হোসেন ইস্যুতে কমিশনের সমালোচনা করেন তারা। 


স্থানীয় সরকার নির্বাচন না হওয়ায় সারা দেশে নাগরিক সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে জানিয়ে দলটির নেতাদের অভিযোগ বর্তমানে সরকারের প্রশাসনিক কার্যালয়গুলো একটি দলের দখলেএনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘যে স্ট্যান্ডার্ডে নির্বাচন হয়েছে, সেই স্ট্যান্ডার্ডের নির্বাচন এই নির্বাচন কমিশনের পক্ষে দেওয়া সম্ভব না। তারা তাদের নিরপেক্ষতা হারিয়েছেন। এই মুহূর্তে তারা খুবই প্রশ্নবিদ্ধ। তাদের পক্ষে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব হবে না।’নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে আওয়ামী লীগকে যেভাবে ছুড়ে ফেলেছে ঠিক সেভাবেই ছুড়ে ফেলা হবে বলেও হুমকি দেন এনসিপি নেতারা। 


সকাল ১১ টা থেকে নির্বাচন কমিশন ভবনের সামনের সড়কে অবস্থান নিলেও দুপুর নাগাদ পুলিশের ব্যারিকেড ভেঙে মূল ফটকের সামনে চলে আসেন তারা। এসময় এনসিপির মূখ্য সংগঠন নাসির উদ্দিন পাটোয়ারী অভিযোগ করেন, বিএনপির মুখপাত্র হিসেবে আবির্ভূত হয়েছে ইসি। পুনর্গঠন না হলে কোনো নির্বাচনই হতে দেবে না এনসিপি। 


নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘রক্তের ম্যান্ডেটে বসে আপনারা বিএনপির পক্ষে কাজ করতে পারেন না। আপনারা বিএনপির কাছে নগরভবন ছেড়ে দিতে পারেন না। আপনারা বিএনপির কাছে দলীয় কার্যালয় হিসেবে ইলেকশন কমিশন ছেড়ে দিতে পারেন না। ইসি যদি পুনর্গঠন না হয়, বাংলাদেশে কোনো নির্বাচন জাতীয় নাগরিক পার্টি করতে দেবে না।’ 


দ্রুত সময়ের মধ্যে ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন না করলে জনগণকে সাথে নিয়ে ইসিকে দখলমুক্ত করার হুঁশিয়ারিও দেন এনসিপি নেতারা।।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post