বগুড়ায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

 


বগুড়ার সারিয়াকান্দিতে মাছ ধরার পর স্থানীয় আড়তে বিক্রি করতে এসে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল ৪টার দিকে উপজেলার দেবডাঙ্গা মথুরাপাড়ায় এ ঘটনা ঘটে।মৃত দুই ভাই হলেন, মনমথ হালদার (৪৫) ও সবুজ হালদার (৩২)। তাদের বাড়ি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘায় বড়ইতলী গ্রামে।প্রত্যক্ষদর্শীরা জানায়, যমুনা নদীতে মাছ ধরে আজ বিকেলে দেবডাঙ্গা মাছের আড়তে মাছ বিক্রি করতে আসেন দুই ভাই মনমথ ও সবুজ। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। ঝড়-বৃষ্টি দেখে মাছ বাজার আড়তে নিচে নদীর ঘাটে আগে থেকে বেঁধে রাখা নৌকা আরও ভালোভাবে বাঁধতে যান দুই ভাই। হঠাৎ তাদের হাতে থাকা কাঁচা বাঁশের লগিতে বজ্রপাত হয়। সঙ্গে সঙ্গে তারা নৌকার ওপর থেকে পাশে পানিতে পড়ে যান। পরে আড়তের লোকজন তাদের নৌকার পাশ থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিলুর ইসলাম জানান, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ সেখানে যায়। ওই দুজনের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এসে পৌঁছালে মরদেহ হস্তান্তর করা হবে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post