সাতক্ষীরায় ৩৫ সাংবাদিকসহ কোস্টার খাদে

 



সাতক্ষীরার তালা উপজেলায় ৩৫ জন সাংবাদিককে বহনকারী একটি কোস্টার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেছে। এ দুর্ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। তবে সৌভাগ্যবশত বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি। তাৎক্ষণিকভাবে সবার নাম ও পরিচয় জানা যায়নি।


রোববার (১৮ মে) বিকেল সাড়ে ৫টায় উপজেলার মির্জাপুর বাজারসংলগ্ন ইসলাম কাঠির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।


দুর্ঘটনার শিকার এক সাংবাদিক বলেন, ঘাড়ে আঘাত পেয়েছি, কথা বলতে কষ্ট হচ্ছে। কয়েকজন শরীরের ওপর পড়ে যাওয়ায় প্রচণ্ড ব্যথা অনুভব করছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, মনে হচ্ছে মৃত্যুর কাছ থেকে ফিরে এলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির কারণে সড়কটি পিচ্ছিল ছিল। পর্যাপ্ত পাথর না থাকায় প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটে। চালকরাও বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।


জানা গেছে, সাতক্ষীরায় একটি সংবাদ সম্মেলন শেষে ঢাকায় ফিরছিলেন সাংবাদিকরা। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি খাদে পড়ে যায়।


এ বিষয়ে পাটকেলঘাটা থানার ওসি মাইনউদ্দিন বলেন, বাসটি রাস্তার পাশে পড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। খবর পেয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে তালা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। 


Post a Comment

Previous Post Next Post