চিকিৎসক ও সার্জনদের জন্য সুখবর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
মঙ্গলবার (১৩ মে) সকালে বিআইসিসিতে চক্ষু চিকিৎসক সমিতির বার্ষিক সভায় তিনি এ সুখবর দেন।
নূরজাহান বেগম বলেন, সাত হাজার চিকিৎসককে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়াও চিকিৎসক ও সার্জনদের বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে, যা দ্রুতই কার্যকর হবে।
তনি বলেন, গ্রামের দিকে ভালো ডাক্তার নেই। তাদেরকে প্রয়োজনে সেখানে যেতে হবে।
এ সময় চক্ষু চিকিৎসকদের মধ্যে যারা ভালো কাজ করছেন, তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান উপদেষ্টা।
Post a Comment