দুর্ঘটনার কবলে শাবনূর


 

ঢাকাই সিনেমার নব্বইয়ের দশকের নায়িকা শাবনূর। বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন এই অভিনেত্রী। সেখানেই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। অসাবধানতাবশত রাস্তায় পড়ে গিয়ে পা মচকে যায় তার। গত শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। এরপর পায়ের প্লাস্টার করিয়েছেন। আজ মঙ্গলবার শাবনূর নিজেই গণমাধ্যমে বিষয়টি জানিয়েছেন।বর্তমানে চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক ওষুধ খাচ্ছেন তিনি। দুই সপ্তাহ পায়ে প্লাস্টার রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসক, জানান শাবনূর।


শাবনূর জানালেন, গত শনিবার ল্যাকেম্বায় এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে সেদিন আর বাসায় ফেরেননি। পরিবারের অন্য সদস্যরাও ছিলেন। পরদিন ছেলে আইজান নেহানকে পাশের একটি মাঠে নিয়ে যাওয়ার পথে রাস্তা থেকে পড়ে গিয়ে পায়ে আঘাত পান।


শাবনূর বললেন, ‘আমি মোবাইলে কথা বলতে বলতে ল্যাকেম্বার রাস্তায় হাঁটছিলাম। একপর্যায়ে অসাবধানতাবশত ফুটপাত থেকে পড়ে যাই। পা মচকে যায়। হাঁটুর চামড়াও ছিলে গেছে। ব্যথায় এমন অবস্থা হয়, ওঠার মতো শক্তি ছিল না। তারপর হেল্প নিয়ে চিকিৎসকের চেম্বারে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করি। জানতে পারি, টিস্যুতেও ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর পায়ে প্লাস্টার করে দেওয়া হয়। ব্যথানাশক ওষুধও দেওয়া হয়েছে। আমাকে এখন ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে।’

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post