হাসনাত আবদুল্লাহর বাঁ হাতে পানি পানের ছবি, যা জানাল রিউমর স্ক্যানার


 

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক  ‘হাসমত আবদুল্লাহ বাম হাতে পানি খাচ্ছে….বাংলাদেশ কবে এদের হাত থেকে মুক্তি পাবে’ শীর্ষক ক্যাপশন লেখা একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার নিয়ে রিউমর স্ক্যানার জানিয়েছে, ছবিটি পরিবর্তন করে প্রচার করা হয়েছে।


সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট হওয়া বিষয়ে সত্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিতে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বাঁ হাত ব্যবহার করে পানীয় পান করছিলেন না বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় মিরর ইমেজের মাধ্যমে পরিবর্তন করে প্রচারিত ছবিটি তৈরি করা হয়েছে।


ফ্যাক্টচেক প্রতিষ্ঠানটি জানায়, হাসনাত আবদুল্লাহর আলোচিত ছবিটি পর্যবেক্ষণ করে ছবিটিতে লাইক-কমেন্ট-শেয়ারের আইকন ও সংখ্যাগুলো উল্টোভাবে প্রদর্শিত হতে দেখা যায়। সাধারণত, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় মূল ভিডিও বা ছবিতে ‘মিরর ইমেজ’ ইফেক্ট ব্যবহার করা হলে এতে থাকা ডানের সব বিষয়বস্তু বামের ও বামের বিষয়বস্তু ডানে প্রদর্শিত হয়। 


রিউমর স্ক্যানারের অনুসন্ধানে, Bangladesh Times liveনামক ফেসবুক পেজে গত ১২ এপ্রিল প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওর সঙ্গে আলোচিত ছবিটির সাদৃশ্য রয়েছে।


সেই ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, মার্চ ফর গাজা কর্মসূচিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে হাসনাত আবদুল্লাহকে একটি পানীয়র বোতল দেওয়া হয়। পরে তিনি তার ডান হাত দিয়ে বোতলের ঢাকনা খুলে পানীয় পান করেন। একই বিষয়ে Probashi Vision নামক ইউটিউব চ্যানেলে গত ১৩ এপ্রিল প্রকাশিত একটি ভিডিওতেও একই চিত্র দেখা যায়।


অর্থাৎ, হাসনাত আবদুল্লাহর তার ডান হাত দ্বারা পানীয় পানের ভিডিও থেকে স্ক্রিনশটের মাধ্যমে একটি স্থিরচিত্র সংগ্রহ করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সেটির মিরর ইমেজ করার মাধ্যমে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে। তাই হাসনাত আবদুল্লাহ বাঁ হাতে পানি পান করেছেন দাবিতে প্রচারিত ছবিটি মিথ্যা বলে জানায় রিউমর স্ক্যানার।


Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post