বিদ্যুৎস্পৃষ্ট গরু বাঁচাতে গিয়ে প্রথমে ছেলে পরে মায়ের মৃত্যু

 


লালমনিরহাটের কালীগঞ্জে গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন মা-ছেলে। এ সময় ঘটনাস্থলে গরুটিও মারা যায়।


আজ শনিবার (১৭ মে) দুপুরের দিকে উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালি হাড়িখোওয়া এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরে নিজ বাড়িতে ব্যাটারিচালিত একটি অটোরিকশা চার্জে রাখা ছিল। গরুটি দৌড়ে গিয়ে অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগলে বিদ্যুতায়িত হয়। এসময় গরু বাঁচাতে প্রথমে ছেলে জামাল হোসেন (৩০)। নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আটকা পড়েন। এরপর জামালের মা কমলা বেগম(৭০) ছেলেকে বাঁচাতে দ্রুত এগিয়ে আসলে তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।


পরে পরিবারের লোকজন বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার গোড়ল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী পাটোয়ারী বলেন, কোনো অভিযোগ না থাকায় কালিগঞ্জ থানা-পুলিশের সাথে কথা বলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ বিষয়ে গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাকিম ইসলাম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায়। মা-ছেলের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।করেন।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post