এনসিপি নেতা আখতারকে হত্যার হুমকি, চিঠি গেল গ্রামের বাড়ি


 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে পরিবারসহ হত্যার হুমকি দেওয়া হয়েছে।

শনিবার (১৭ মে) রাতে আখতার নিজেই তার ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান।


তিনি লিখেছেন, ডাকযোগে আমার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে আমাকে, আমার পরিবার-পরিজনকে খুন করার হুমকি দেওয়া হয়েছে। চিঠির প্রেরকের ছদ্মনাম ‘বুলেট’। চিঠিটা ডাকপিয়ন শুক্রবার বড় ভাইয়ের কাছে দেয়। চিঠি পড়ার পর থেকে বাড়ির মানুষেরা চিন্তিত হয়ে আছেন। যেখানে পাবে, সেখানে খুন করবে, ঝামেলায় ফেলবে এমন হুমকি।

আখতার আরও লিখেছেন, বোনাস লাইফ লিড করতেছি। মৃত্যু কয়েকবার কাছে এসে ফিরে গেছে। মরতে হতে পারে জেনেও প্রতিবাদে পিছপা হইনি, কখনও হবো না। ইন শাআল্লাহ। আল্লাহ ভরসা


Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post