রাজধানীর উত্তরা আজমপুর রেলগেটে ট্রেনে কাটা পড়ে কে এম মুনসুর আলী (৪০) নামে একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
শনিবার (১৭ মে) রাত সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।
পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোববার (১৮ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।
মনসুর আলী পরিবার নিয়ে পল্লবী বাইগারটেক এলাকায় নিজেদের বাড়িতে থাকতেন। তার বাবার নাম সানোয়ার আলী। মনসুর আলী পুলিশের উপপরিদর্শক (এসআই) হিসেবে দক্ষিণখান থানায় কর্মরত ছিলেন।
ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, শনিবার রাত সোয়া ৯টার দিকে উত্তরা আজমপুর মধ্যপাড়া ৪ নং সেক্টর ১০ নং রোডের রেল লাইনের ওপর দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন ওই পুলিশ কর্মকর্তা। এ সময় কমলাপুরগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
Post a Comment