ছুরিকাঘাতে শ্বাশুড়ি নিহত আহত স্ত্রী-শ্যালক, জামাই আটক

 


দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চাউলিয়া রামপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে এক মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে। ধারালো ছুরির আঘাতে শ্বাশুড়ি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে জামাই সামিয়েল মার্ডির (৩৮) বিরুদ্ধে। শুক্রবার রাতে সংঘটিত এই ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী ও শ্যালকও।নিহত শ্বাশুড়ির নাম বাহা বেসরা (৫৫)। তিনি ওই গ্রামের মৃত বুদরা হাসদার স্ত্রী।


এ ঘটনায় আহতরা হলেন- সামিয়েল মার্ডির স্ত্রী মিনি হাসদা (৩৬) এবং একই এলাকার সুখন কিস্কুর ছেলে বিকাশ কিস্কু (৩৫)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেআটক জামাই সামিয়েল মার্ডি একই এলাকার দক্ষিণ চাউলিয়া গ্রামের শনিরাম মার্ডির ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে সামিয়েল মার্ডির সঙ্গে স্ত্রী মিনি হাসদার পারিবারিক কলহ চলছিল। কলহের জেরে গত ১৫ দিন আগে মিনি হাসদা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চাউলিয়া রামপাড়া গ্রামে চলে আসেশুক্রবার রাতে সামিয়েল মার্ডি শ্বশুরবাড়িতে গেলে আবারও কলহ হয় এবং একপর্যায়ে শাশুড়ি বাহা বেসরাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এ সময় স্ত্রী মিনি হাসদা এবং শ্যালক বিকাশ কিস্কু এগিয়ে আসলে তাদেরকেও আঘাত করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে ঘটনাস্থলে বাহা বেসরাকে মৃত অবস্থায় পায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে হত্যার অভিযোগে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিসহ সামিয়েল মার্ডিকে আটক করে। নিহত নারীর মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।ন।ন।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post