প্রেমিকের হাত ধরে উধাও ৫ সন্তানের জননী


 

ক্যানসার আক্রান্ত স্ত্রীকে চিকিৎসা করাচ্ছেন স্বামী ভুট্টু মিয়া। একটু সুস্থ হতেই প্রেমিকের হাত ধরে পালিয়ে গেলেন ৫ সন্তানের জননী স্ত্রী নাছরিন। ঘটনাটি ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন কুকুরিখীল পশ্চিম পাড়া মোস্তফা মজুমদার বাড়িতে।

রোববার (১৮ মে) ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভুক্তভোগী স্বামী ভুট্টু মিয়া।


স্থানীয়রা জানান, অসুস্থ থাকাকালীন মানুষের ধারে ধারে সাহায্য নিয়ে স্ত্রীকে সুস্থ করেছেন হতদরিদ্র স্বামী ভুট্টু মিয়া। সুস্থ হয়ে কিছু দিন যাওয়ার পর গত ১৩ মে মঙ্গলবার রাত ৯টায় তার স্ত্রী পালিয়ে যান অন্য মানুষের হাত ধরে। সন্তানদের নিয়ে অসহায় জীবন কাটাচ্ছেন হতদরিদ্র স্বামী ভুট্টু মিয়া। নাছরিকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবার। তাই হতদরিদ্র স্বামী ও তার পরিবার ৩ ছেলে ২ মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে ফিরে পেতে চায় নাছরিনকে।


জানা যায়, নাছরিন লাকসাম উপজেলার চাইনিছুর গ্রামের নূর ইসলামের মেয়ে।


স্বামী ভুট্টু মিয়া বলেন, দীর্ঘ ১৬ বছর আমাদের সংসার জীবনে কোনো সমস্যা হয়নি। ঝগড়া বিবাদও হয়নি। সে টিউমার ক্যানসার আক্রান্ত ছিল। আমি মানুষের দ্বারে দ্বারে গিয়ে সাহায্য-সহযোগিতা নিয়ে তাকে সুস্থ করেছি। সুস্থ হওয়ার পর সে অন্যের হাত ধরে চলে গেছে। এখন আমি আমার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে অসহায় জীবনযাপন করছি। আমি সব ভুলে গিয়ে আমার বাচ্চাদের দিকে তাকিয়ে তাকে ফিরিয়ে আনতে চাই। এ বিষয়ে নাছরিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে নাছরিন একেক সময় একেক জায়গার কথা বলেন। 


ফিরে আসবে কি না এ বিষয়ে জানতে চাইলে নাছরিন বলেন, আমি ফিরে আসার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিইনি। এ বিষয়ে আর কথা বলতে চাইছি না।


Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post