নায়িকা বানানোর প্রলোভনে ধর্ষণের অভিযোগ, হিরো আলমের নামে মামলা

 


বিয়ের প্রতিশ্রুতি ও নায়িকা বানানোর লোভ দেখিয়ে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাত করানোর অভিযোগে ইউটিউবার হিরো আলমসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক নারী। গত রোববার (৪ মে) বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলাটি দায়ের করেন ভুক্তভোগী।


মামলার শুনানিতে বিচারক মো. আনোয়ারুল হক বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং বগুড়ার পুলিশ সুপারকে। আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আলী আজগর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেমামলায় প্রধান আসামি করা হয়েছে বগুড়ার এরুলিয়া পশ্চিমপাড়ার বাসিন্দা আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে। বাকিরা হলেন তার মেয়ে আলো খাতুন, ঘনিষ্ঠ সহযোগী আল আমিন, পরিচিতজন মালেক, মালেকের স্ত্রী জেরিন এবং আহসান হাবিব।


অভিযোগকারীর দাবি, বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করেন হিরো আলম। পরবর্তীতে মৌলভি ডেকে ‘কবুল’ পড়িয়ে বিয়ের আশ্বাসে তার সঙ্গে বিভিন্ন জায়গায় বসবাস করেন তিনি। অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গত ১৮ এপ্রিল তাকে জোরপূর্বক গর্ভপাত করানোর জন্য চাপ দেওয়া হয়। রাজি না হওয়ায় ২১ এপ্রিল হিরো আলম ও অপর অভিযুক্তরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন, ফলে তিনি গুরুতর রক্তক্ষরণে আক্রান্ত হন এবং শহরের একটি ক্লিনিকে ভর্তি হন, যেখানে গর্ভপাত ঘটে। এরপর ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেমামলায় আরও অভিযোগ করা হয়েছে, সিনেমা নির্মাণের কথা বলে হিরো আলম ওই নারীর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা ধার নিয়েছেন।


অভিযোগের বিষয়ে জানতে চাইলে হিরো আলম দাবি করেন, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে হেয় করার উদ্দেশ্যেই মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে জানান তিনি। হিরো আলম ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।ন।ন।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post