বন্ধুকে বাঁচাতে গিয়ে সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

 


কক্সবাজার সমুদ্র সৈকতে বন্ধুকে বাঁচাতে গিয়ে নিখোঁজ পর্যটক মোহাম্মদ রাজীবের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ সাত ঘণ্টা পর রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সৈকতের ‘কবিতা চত্বর’ পয়েন্টে তার মরদেহ পাওয়া যায়। পুলিশ ও স্থানীয়রা উদ্ধারের পর মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।রবিবার বিকেলে বন্ধুদের একজন সৈকতে গোসলে নেমে বিপদে পড়লে, বাঁচাতে অন্যরা এগিয়ে যান। সেই বন্ধু রক্ষা পেলেও সমুদ্রে ভেসে যান চট্টগ্রাম শহরের দেওয়ান বাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ রাজীব।

তিনি আরও জানান, সৈকতের ‘কবিতা চত্বর’ পয়েন্টে মোহাম্মদ রাজীবের মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেআইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রাজীবের নিকটাত্মীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর – চিটাইংগে টিভির কাজী হান্নান আহমেদ উৎস মরদেহের পরিচয় শনাক্ত করেছেন।


তিনি জানান, তার চাচাতো বোনের স্বামী রাজীব চট্টগ্রামের আন্দরকিল্লায় একটি দোকানে গ্রাফিক্স ডিজাইনারের কাজ করতেন এবং বন্ধুদের সাথে তিনি বেড়াতে এসেছিলেন।।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post