কোটালীপাড়ায় মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ২০

 


গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। সুদের টাকা পরিশোধকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ।


জানা গেছে, কোটালীপাড়া উপজেলার বংকুরা গ্রামের রিয়াজুলের কাছ থেকে মাঝবাড়ি গ্রামের ফারুক দাড়িয়া সুদের বিনিময়ে কিছু টাকা নেসেই টাকা সময়মতো সুদসহ না ফেরত না দেওয়ায় দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সকালে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র-শস্ত্র, ইটপাটকেল নিয়ে একে অপরকে ধাওয়া-পাল্টা ধাওয়া দেয়। এ ঘটনায় পুলিশ অর্ধশতাধিক লোককে আটক করেছেকোটালীপাড়া থানার এস.আই মামুনুর রশীদ বলেন, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।য়।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post