আ. লীগকে পুনর্বাসনে ভারতীয় নীতিনির্ধারকরা ষড়যন্ত্র করছেন

 


আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতিনির্ধারকরা নানাভাবে ষড়যন্ত্র শুরু করেছেন বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, ‘লন্ডনে ইউনূস-তারেক বৈঠকের পর তারা তারেক রহমানকে টার্গেট করেছে। আসলে ভারত শেখ হাসিনার পতন সহ্য করতে পারছে না।’


গতকাল শুক্রবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে পাবনার চাটমোহরের আফ্রাতপাড়ায় উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবু তাহের ওরফে তাহের ঠাকুরকে দেখতে যান রিজভীসেখানে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় আবু তাহেরের হাতে চিকিৎসার জন্য আর্থিক অনুদান তুলে দেন তিনি।

রিজভী বলেন, ‘গণতন্ত্রের বাস্তবায়ন বা সৌধ নির্মাণ এখনো সম্পন্ন হয়নি। এখনো বহু চক্রান্ত-ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছেবিগত ১৬ বছর আমাদের মূল প্রেরণা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর ভয়াবহ নির্যাতন হয়েছে। তৃণমূলের নেতাকর্মীদের অনেকেই গুমের শিকার হয়েছেন। কেউই মামলা থেকে রেহাই পাননি।’ তিনি বলেন, ‘পাশের দেশ যখনই দেখেছে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক হয়েছে তখন তারেক রহমানের নামে কুৎসা ও অপ্রপ্রচার সেখান থেকে চালু হচ্ছে।।।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post