আলোচিত ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দন ভার্থামানকে আটক করা পাকিস্তানের সেনাবাহিনীর মেজর সৈয়দ মোইজ আব্বাস শাহের মৃত্যু হয়েছে। পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার সারারোগা এলাকায় এক সামরিক অভিযান চালানোর সময় তার মৃত্যু হয়। নিহত এই পাকিস্তানি অফিসার ২০১৯ সালে বালাকোট এয়ার স্ট্রাইকের সময় ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন ভার্থামানকে আটক করেছিলেন বলে দাবি করা হয়।সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনন্দন ভার্থামানের মিগ-২১ জেট বিমানকে, ২০১৯ সালের ২৭শে ফেব্রুয়ারি পাকিস্তান গুলি করে ভূপাতিত করেছিলো।রাওয়ালপিন্ডিতে মেজর সৈয়দ মোইজ আব্বাস শাহের জানাজার নামাজ পড়া হয়। এদিকে পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) বা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও রাওয়ালপিন্ডিতে তার জানাজার নামাজের সময় উপস্থিত ছিলেন।ওই সময় ফিল্ড মার্শাল আসিম মুনির মেজর শাহের প্রশংসা করেন। আইএসপিআর-এর তথ্য অনুযায়ী আসিম মুনির বলেন, সৈয়দ মোইজ আব্বাস শাহ সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন এবং "বীরত্ব, ত্যাগ ও দেশপ্রেমের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি কর্তব্য পালন করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন।"
জানাজার নামাজ শেষ হওয়ার পর মি. শাহের মরদেহ তার বাড়িতে পাঠানো হয়। সেখানে তাকে দাফন করা হবে। পরিবারে তার স্ত্রী এবং দুই ছেলে আছেবিষয়ে পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের সারারোগা এলাকায় অভিযান চালায় সে দেশের নিরাপত্তা বাহিনী। ওই অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন মেজর শাহ।
Post a Comment