ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪

 


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের হাঁসাড়া হাইওয়ে থানার পাশে এ দুর্ঘটনা ঘটে।


দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন প্রাণ হারাহাসপাতালে নেওয়ার পর আরো দুইজন মারা যান। এ ঘটনায় আহত ১৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হামদান এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস যশোর থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চরমোনাইর সমাবেশে অংশ নিতে যাচ্ছিল। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে দুর্ঘটনাস্থলে এলে বাসটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়এতে এ হতাহতের ঘটনা ঘটে। 

হাসারা হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল কাদির জিলানী বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটির চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।।ন।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post