ঘোড়ায় বর, পালকিতে নববধূ

 


আধুনিক যুগে হেলিকপ্টার বা গাড়ির বহরের আড়ম্বরকে ছাপিয়ে বাঙালির চিরন্তন ঐতিহ্যকে ধারণ করে এক ব্যতিক্রমী বিয়ের আয়োজন দেখল ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার খাকড়তলা গ্রামের মানুষ। পরলোকগত পিতা শফিকুর রহমানের শেষ ইচ্ছা পূরণে ব্যবসায়ী আনিসুজ্জামান শুভ ঘোড়ার গাড়িতে করে গেলেন বিয়ে করতে। আর নববধূকে বাড়িতে আনলেন পালকিতে বসিয়ে।


শুধু তাই নয়, ব্যতিক্রমী এই আয়োজনে বরযাত্রীদের পরিবহনে ছিল ১২টি গরু ও মহিষের গাড়ির বিশাল বহশুভর মা মনোয়ারা বেগম জানান, তার স্বামীর একান্ত ইচ্ছা ছিল এমন একটি ব্যতিক্রমী বিয়ের আয়োজন করার। সেই স্বপ্ন পূরণ করতেই তারা এই বিশাল আয়োজন করেন। 


নবদম্পতি আনিসুজ্জামান শুভ ও রিপাও এই আয়োজনে দারুণ খুশি। কনে রিপা জানান, তাদের দুজনেরই স্বপ্ন ছিল এমন একটি ঐতিহ্যবাহী বিয়েএই স্বপ্ন পূরণ করতে পেরে তারা আনন্দিত।

এই ব্যতিক্রমী বিয়ের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল বৌভাত অনুষ্ঠান। প্রায় হাজার খানেক মানুষকে কোনো উপহার সামগ্রী ছাড়াই আপ্যায়ন করানো হয় এতে। এমন আয়োজন মুগ্ধ করেছে অতিথি ও স্থানীয় বাসিন্দাদের২ নং আমগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবর রহমান চৌধুরী বলেন, গরুর গাড়ি, পালকি, ঘোড়া নিয়ে বিয়ে সচরাচর দেখা যায় না। অনেকদিন পর এই ধরনের বিয়ে দেখে সবাই আনন্দিত।।র।র।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post