খুলনার রূপসা উপজেলায় এক মাদক কারবারির বাড়িতে প্রতিপক্ষ হামলা করেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর পপুলার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির শেখ (২৭) খুলনা নগরের শেখপাড়া এলাকার ফজলুল হকের ছেলে। তাঁর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ। গুলিবিদ্ধদের একজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে। আরেকজন অস্ত্রের ভয় দেখিয়ে খুলনার একটি বেসরকারি হাসপাতাল থেকে পালিয়ে গেছেআহত সাদ্দাম নগরের সোনাডাঙ্গা থানার সোনার বাংলা গলির নুর ইসলামের ছেলে। পলাতক মিরাজ ওরফে কাউয়া মিরাজের পরিচয় নিশ্চিত করা যায়নি।
এ বিষয়ে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল রাত ৯টার দিকে ৫–৭ জনের একটি সশস্ত্র দল রাজাপুর পপুলার এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী সোহাগের বাড়িতে হানা দেয়। সেখানে সাব্বির, সাদ্দামসহ আরও অনেকে ছিলেন। গোলাগুলির সময় একটি গুলি সাব্বিরের মাথার পেছন দিয়ে ঢুকে চোখ ভেদ করে বেরিয়ে যায়। সাদ্দামের মাথার পেছনেও একটি গুলি লাগে। ঘটনাস্থল থেকে ছয়টি গুলির খোসা, চারটি তাজা গুলি, কিছু ইয়াবা, মাদক সেবনের সরঞ্জাম ও গ্রেনেড সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছেওসি মোহাম্মদ মাহফুজুর জানান, সাব্বিরের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সাদ্দামকে খুলনা থেকে ঢাকায় পাঠানো হয়। মিরাজ নগরের সাউথ সেন্ট্রাল রোডের একটি হাসপাতালে ভর্তি হলেও অস্ত্রের ভয় দেখিয়ে পালিয়ে গেছেন।থানা–পুলিশ সূত্রে জানা যায়, নিহত ও আহত তিনজনই খুলনার আলোচিত মাদক সিন্ডিকেট ‘বি কোম্পানি’র সদস্য। নিহত সাব্বির ও পলাতক মিরাজ সিন্ডিকেটের শীর্ষ নেতা ‘গ্রেনেড বাবু’র ঘনিষ্ঠ। গত মাসে রূপসায় কালা রনি নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় প্রধান সন্দেহভাজন ছিলেন সাব্বির। তাঁর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।।ন।
Post a Comment