রাজধানীর ওয়ারীতে স্ত্রীর সাথে অভিমান করে সাজ্জাদ সাদ্দাম (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত সাদ্দাম বরিশাল সদর উপজেলার চার কাউয়া গ্রামের মৃত মোতালেব মজুমদারের ছেলে। বর্তমানে ওয়ারী কেএমদাস লেন ভাড়া বাসায় থাকতেতিনি একজন শ্রমিক ছিলেন।
সংবাদ পেয়ে ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) তাকবীর হোসাইন জানান, ওয়ারী রেলগেটের পাশে কে এম দাস লেন-এর বাসা থেকে মৃতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে মারা গেছেন।
স্বজনদের বরাদ দিয়ে তিনি জানান, স্ত্রীর সাথে সাদ্দামের পারিবারিক বিষয়ে মনোমালিন্য হয়েছিএছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরজানা যাবে।ল।ন।

Post a Comment