মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাসুম বিল্লাহকে কুপিয়ে জখমের ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা ও সদর উপজেলায় গঠিত সমন্বয় কমিটি স্থগিত করা হয়েছে।
গতকাল বুধবার (২৫ জুন) রাত ২টার দিকে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহউদ্দিন সিফাত। এদিকে হামলার ঘটনায় থানায় মামলা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপির মাদারীপুর জেলা সমন্বয় কমিটি ও মাদারীপুর জেলার অধীনে থাকা সদর উপজেলা সমন্বয় কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
এর আগে মাদারীপুর জেলা ও সদর উপজেলা এনসিপির সমন্বয় কমিটি স্থগিতের আধা ঘণ্টা আগে জেলা এনসিপির ৫ নম্বর সদস্য মো. আব্দুল্লাহ আদিল মাহমুদ টুটুল ও ৬ নম্বর সদস্য রাতুল হাওলাদারকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি মাদারীপুরে এনসিপির ৩১ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়। এই কমিটি প্রত্যাখান করেন জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নেয়ামত উল্লাহ, সদস্য সচিব মাসুম বিল্লাহসহ অনেকেই। জেলা কমিটি হওয়ার তিনদিন পর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সমন্বয়ে মাদারীপুর সদর উপজেলায় ২৬ সদস্যের এনসিপি আরো একটি কমিটি পরে এই নিয়ে দুপক্ষের বিরোধ দেখা যায়।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বুধবার বিকেলে শহরের বাদামতলা এলাকার ভুঁইয়া কমিউনিটি সেন্টারের এনসিপির কর্মী সভায় যোগ দেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা। সভা শুরু আগেই ভুঁইয়া কমিউনিটি সেন্টারের ভেতরে এনসিপির জেলা কমিটির সদস্য রাতুল হাওলাদার ও আদিল মাহমুদ টুটুলের নেতৃত্বে মাসুম বিল্লাহর উপর হামলা চালানোর অভিযোগ উঠে। এ সময় মাসুমকে কুপিয়ে ও হাতুড়িপেটা করে জখম করা হয়।
আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে মাসুমকে উদ্ধার করে ভর্তি করা ২৫০ শয্যা জেলা হাসপাতালে। অবস্থার অবনতি হলে পাঠানো হয় ঢাকা মেডিক্যালে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মাসুমের সহকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
এই হামলার ঘটনায় মাসুমের সহকর্মী আকাশ মাতুব্বর বাদী হয়ে ৮ জনের নামে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। তবে এখনো কাউকেই আটক করতে পারেনি পুলিশ।গঠন করে।

Post a Comment