বগুড়ায় রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধা মাকে ঘরে তুলে দিলো সেনাবাহিনী


 

বগুড়ায় রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধা মা বিমলা রানীকে ঘরে তুলে দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। মঙ্গলবার (১৭ জুন) এ ঘটনা ঘটেছে বগুড়ার বড়কুমিড়া এলাকায়। তার গর্ভের সন্তানেরা তাকে রাস্তায় ফেলে যান।স্থানীয়রা জানান, মা হয়েও নিরাপদ আশ্রয়টুকুও পাননি নিজ সন্তানদের কাছে। এমন হতভাগা মা শ্রীমতী বিমলা রানী। ৯০ বছর বয়সী বিমলা রানী এখন বয়সের ভারে নুয়ে পড়ছেন।চোখে দেখেন না, কানে শোনেন স্বাভাবিকের চেয়ে কম। ঠিকভাবে চলাফিরা করতেও পারেন না। এক সময় স্বামী সন্তান নিয়ে বেশ সুখেই ছিলেন বিমালা রানীর পরিবার। স্বামী শ্রী হরিপদ চন্দ্র মারা যাবার পর থেকেই সুখের সংসারে বিপর্যয় নামে বিমলা রানীর।


৩ ছেলের কেউই বৃদ্ধা মাকে দেখেন না এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৭ জুন) বিকেলে বগুড়া সদরের বড় কুমিড়া হিন্দুপাড়া গিয়ে রাস্তা থেকে তুলে বৃদ্ধা মাকে তার ছেলের বাড়িতে রেখে আসেন সেনাবাহিনীএ সময় লেফটেন্যান্ট ফাহাদ বৃদ্ধা বিমলা রানীর ছেলেদের সতর্ক করেন এবং বৃদ্ধা বিমলাকে নিজে হাতে খাবার খাওয়ান। এ ঘটনায় প্রতিবেশীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞিতা জানান আর বৃদ্ধার ছেলেদের বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে জানান।সেনাবাহিনীর সদর ক্যাম্পের লেফটেন্যান্ট আল ফাহাদ বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা ব্যবস্থা নিয়েছি। তার ছেলেরা ভুল স্বীকার করেছেন। এমনকি তাদের আর্থিক সমস্যা থাকলে সেনাবাহিনীর পক্ষ থেকে সহযোগিতা করা হবে।।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post