ভালুকায় মানব কঙ্কালসহ গ্রেপ্তার ১

 


ময়মনসিংহের ভালুকায় মানব কঙ্কালসহ মো. মাসুদ রানা (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (২০ জুন) ভোর রাতে যৌথ বাহিনী উপজেলার ভালুকা ইউনিয়নের মেহেরাবাড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার ও মানব কঙ্কালগুলো জব্দ করে।


গ্রেপ্তার শেরপুরের নকলার উপজেলার বাছুর আলগা গ্রামের মো. ই্উসুব আলীর ছেলেথানা পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, নিয়মিত কাজের অংশ হিসেবে আজ শুক্রবার ভোররাতে উপজেলার মেহেরাবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহের মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালাচ্ছিল যৌথ বাহিনী।ওই সময় তিনটি স্কুল ব্যাগ নিয়ে ঢাকাগামী যাত্রীবাহী বাসে ওঠার চেষ্টা করছিল দুই ব্যক্তি। এতে সন্দেহ হলে যৌথ বাহিনীর সদস্যরা ব্যাগগুলো দেখতে চাইলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে।

ওই সময় স্থানীয়দের সহাতায় মেহেরাবাড়ি বাজার থেকে মো. মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। তবে অপরজন পালিয়ে যায়পরে ব্যাগগুলো তল্লাশি করে মানব কঙ্কালসহ তিনটি মাথার খুলি জব্দ এবং মানব কঙ্কালগুলো থানা পুলিশে হস্তান্তর করা হয়।ভালুকা মডেল থানার ওসি মো. হুমায়ুন করিব যৌথ বাহিনী কর্তৃক মানব কঙ্কাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।।।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post