সুনামগঞ্জে ২ কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ

 


সুনামগঞ্জে সীমান্ত থেকে বিপুল অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। সদর উপজেলার সুরমা নদীর হালুয়ারঘাট থেকে আজ রোববার ভোরে টাস্কফোর্সের অভিযানে এসব পণ্য জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৩ লাখ টাকা।জব্দকৃত পণ্যের ম‌ধ্যে ১ হাজার ৭০০পিস ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি, ৭ হাজার ২০০ পিস ক্রিম এবং ১৮০ কেজি জিরা। যার আনুমানিক মুল‌্য দুই কোটি তিন লক্ষ ছয় হাজার টাকা।অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মেহেদী হাসান হৃদয় ও সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সদস্যরা অংশগ্রহণ করে।বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির। তিনি বলেন, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ঈদকে সামনে রেখে চোরাচালান তৎপরতা রুখতে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। জব্দকৃত ভারতীয় শাড়ি, ক্রিম ও জিরা শুল্ক সংশ্লিষ্ট কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post