ধর্ষণে অন্তঃসত্ত্বা নারীকে গর্ভপাত করাতে গিয়ে মৃত্যু, অভিযুক্ত গ্রেপ্তার

 


জামালপুরে সদর উপজেলায় ধর্ষণের শিকার এক নারী চার মাসের অন্তঃসত্ত্বা হলে গর্ভপাত করার চেষ্টার সময় তীব্র রক্তক্ষরণে মৃত্যুর খবর পাওয়া গেছে। বুলি বেগম (৩৫) নামে ওই নারীর মৃত্যুর ঘটনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মো. জাহাঙ্গীর আলমকে (৪০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।


গতকাল শনিবার (১৪ জুন) রাতে টাঙ্গাইল জেলার গোপালপুরের বালুবাড়ী গ্রাম থেকে অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মো. নাজমুস সাকিব বলেন, জামালপুরের পাঁচগাছি এলাকার বুলি বেগম (৩৫) তিনি তিন সন্তানের জননী ছিলেন।তার স্বামী মো. মুগল মিয়া সৌদি আরব থাকেন। স্বামী বাড়িতে না থাকায় সুযোগে জাহাঙ্গীর আলম ওই নারীকে বারবার অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিতেন। গত বছরের ১৪ ডিসেম্বর‌ রাতে জাহাঙ্গীর আলম কৌশলে ওই নারীর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন।

তিনি আরো বলেন, ‘ধর্ষণের শিকার ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েনবছরের ১৯ মার্চ ওই নারীকে গর্ভপাত ঘটাতে বাধ্য করেন জাহাঙ্গীর। গর্ভপাত করতে গিয়ে রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়লে জামালপুর ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৫ এপ্রিল মমেক ওই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় ওই নারীর বাবা মো. আবু বকর দুদু জামালপুর থানায় মামলা দায়ের করেন।পরে অভিযান পরিচালনা করে প্রধান আসামি অভিযুক্ত জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।’জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনা আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে। ডিবি পুলিশ আসামিকে গ্রেপ্তার করেছে।’।।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post