প্রেমিকের খোঁজে বেরিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

 


কুমিল্লার লাকসামে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন লাকসাম পৌরসভার পেয়ারাপুর দক্ষিণ পাড়ার এনায়েত রহমান সাক্কু (১৯), উপজেলার বড়তুপা গ্রামের সাগর (২৬) ও কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর কাওনা গ্রামের স্বপন মিয়া (২১)। অন্য আসামি খোরশেদকে (২৬) গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছেমঙ্গলবার সন্ধ্যায় লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘৮ জুন ভুক্তভোগী তরুণী তাঁর প্রেমিককে খুঁজতে লাকসাম বাজারে যান। এ সময় এনায়েত রহমান সাক্কু নামের এক অটোরিকশাচালকের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে ওই তরুণী সাক্কুকে সঙ্গে নিয়ে প্রেমিককে খুঁঁজতে শুরু করেন।এক পর্যায়ে না পেয়ে রাত ১০টার দিকে লাকসাম রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে প্ল্যাটফর্মের সিঁড়িতে বসেন দুজন। 

এ সময় তিন যুবক তাঁদের উত্ত্যক্ত করলে সাক্কু নিজেকে ওই তরুণীর স্বামী হিসেবে পরিচয় দেন। এরপর যুবকরা সাক্কু ও তরুণীকে রাত সাড়ে ৪টা পর্যন্ত রেলস্টেশনে বসিয়ে রাখেন। এক পর্যায়ে সাক্কু ওই যুবকদের জানান, তিনি ওই তরুণীর কেউ নন।


পরে সাক্কুসহ তিন যুবক তরুণীকে সেখান থেকে রেললাইনের পূর্ব পাশে একটি পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে ধর্ষণ করেন।’

ওসি নাজনীন সুলতানা বলেন, ‘বিষয়টি ওই তরুণী পুলিশকে অবগত করেন। খবর পেয়ে পুলিশ তাঁকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনায় ভুক্তভোগীর মামাতো ভাই বাদী হয়ে গত সোমবার রাতে চারজনকে আসামি করে লাকসাম থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে সাক্কু, সাগর ও স্বপনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। অন্য আসামি খোরশেদকগ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post