যশোরে নারী চিকিৎসকের করা ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় মো. বেনজির হোসেন (৪১) নামে এক ভুয়া মেজরকে গ্রেপ্তার করেছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
মঙ্গলবার (৩ জুন) যশোর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হবিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী একজন নারী চিকিৎসক, যিনি নিয়মিত তার চেম্বারে রোগীদের চিকিৎসা দেন। এর অংশ হিসেবে মো. বেনজির হোসেন তার চেম্বারে চিকিৎসার জন্য আসেন। তিনি নিজেকে সেনাবাহিনীর মেজর এবং ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র হিসেবে পরিচয় দেন। পরে তিনি ওই চিকিৎসককে প্রেমের প্রস্তাব দেন এবং বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দেন।
প্রেমের সম্পর্ক গড়ে উঠলে বেনজির ওই চিকিৎসককে একটি আবাসিক হোটেলে নিয়ে অন্তরঙ্গ হন এবং গোপনে তার নগ্ন ছবি ও ভিডিও ধারণ করেন। এরপর তিনি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চিকিৎসকের বাসায় গিয়ে একাধিকবার ধর্ষণ করেন।য়।

Post a Comment