সাবেক সংবাদ উপস্থাপক সাফিনার অস্বাভাবিক মৃত্যু


 

সাবেক সংবাদ উপস্থাপক সাফিনা আহমেদের (তরী) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রোববার (৯ জুন) তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় হাতিরঝিল থানা পুলিশ। এর আগে রাজধানীর মুগদা হাসপাতাল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।


পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সাফিনা আহমেদ চ‍্যানেল ২৪ ও আরটিভিতে সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করেছেন। সর্বশেষ তিনি ব্র্যাক ব‍্যাংকে কর্মরত ছিলেন। বোন ও মায়ের সঙ্গে তিনি রাজধানীর ইস্কাটনে থাকতেহাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু সংবাদ মাধ্যমকে বলেন, রোববার মুগদা হাসপাতাল কর্তৃপক্ষ হাতিরঝিল থানাকে হাসপাতালে থাকা লাশের বিষয়ে জানায়। পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মুগদা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post