Welcome to Our Website!

গোপন বাঙ্কারে খামেনি, ক্ষমতা আইআরজিসির হাতে!


 

যুদ্ধকালীন পরিস্থিতি বিবেচনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে নেওয়া হয়েছে গোপন এক বাঙ্কারে। রাজধানী তেহরানের উত্তর-পূর্বাঞ্চলের লাভিজানে অবস্থিত ওই বাঙ্কারে অবস্থান করছেন ইরানের রাজনীতিতে প্রভাবশালী হয়ে ওঠা তার ছেলে মোজতবা খামেনিসহ পুরো পরিবার। 

এ অবস্থায় যুদ্ধকালীন ক্ষমতা পেয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইতোমধ্যে এলিট এ বাহিনীটির সর্বোচ্চ পরিষদের কাছে এই ক্ষমতা হস্তান্তর করেছেন।


একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাতে শুক্রবার (২০ জুন) এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। 


বিশেষজ্ঞদের মতে, ক্ষমতা হস্তান্তরের এ পদক্ষেপ একটি সম্ভাব্য ‘প্রি-এম্পটিভ ট্রান্সফার অব অথরিটি’, যার মাধ্যমে যুদ্ধকালীন পরিস্থিতিতে কমান্ড কাঠামো অক্ষুণ্ন রাখা যাবে, যদি খামেনি নিহত হন।


Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post