Welcome to Our Website!

Top News

ধর্ষককে গণপিটুনি, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

 


গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক শিশুর ধর্ষণকারীকে গণপিটুনি দিয়ে মেরে ফেলেছে স্থানীয় জনতা। শনিবার (২৯) জুন দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া এ গ্রামে ঘটনা ঘটে। নিহত হাবিল মিয়া (৫০) একই গ্রামের মৃত কাসেম আলীর ছেলে।


বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাপুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার বিকালে পলুপাড়া গ্রামের হাবিল মিয়া নামের ওই ব্যক্তি একই গ্রামের একটি শিশুকে ফুঁসলিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে পরদিন শনিবার গোবিন্দগঞ্জ থানায় এজাহার দাখিল করা হয়।


ওই দিন দিবাগত মধ্যরাতে ঘোরাঘুরি করতে দেখে ক্ষিপ্ত হয়ে ধর্ষক হাবিল মিয়াকে আটক করে গণপিটুনি দেন এলাকাবাসীখবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, অভিযুক্ত হাবিল এলাকাবাসীর পিটুনিতে নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। তিনি বলেন, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।।ম।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post