লালপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শাশুড়ি আটক

 


নাটোরের লালপুরে মোছা. নিলা বেগম (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় উপজেলার নান্দ-রায়পুর গ্রাম থেকে এ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি মোছা. মর্জিনা বেগমকে (৫০) আটক করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী মোজাফফর হোসেন ও শ্বশুর মো. খোশবার হোসেন পলাতক রয়েছে।নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিজ শয়নকক্ষে একাই ছিলেন নিলা বেগম। কোনো অজ্ঞাত কারণে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। কিছুক্ষণ পরে তার শাশুড়ি ঘরে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এ সময় তার ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে এবং পুলিশে খবর দেয়।লালপুর থানা এবং ওয়ালিয়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ৯টায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এএসআই মুস্তাফিজুর রহমান জানান, খবর পাওয়ার পর লালপুর থানা ও ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি থেকে যৌথ একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় পাঠিয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়িকে আটক করা হয়েছে।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post