মেহেরপুরের গাংনী উপজেলার পোড়াপাড়া-যুগিন্দা সড়কে ককটেল ফাটিয়ে গণ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ জুলাই) রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ব্যবসায়ীদের কাছ থেকে অন্তত ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠে ডাকাত দলের বিরুদ্ধে।
ভুক্তভোগীরা জানান, গাংনী বাজার থেকে ব্যবসা শেষে বাড়ি ফিরছিলেন কয়েকজন গরু ও সবজি ব্যবসায়ীবাড়ি ফেরার পথে তারা পোড়াপাড়া-যুগিন্দা সড়কের কাছে পৌঁছালে ডাকাত দল তাদের গতিরোধ করে। এ সময় ডাকাত দলের সদস্যরা ব্যবসায়ীদের মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকা ত্যাগ করে। খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।।গাংনী ওসি বানী ইসরাইল জানান, ‘ঘটনার তদন্ত চলছে। দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। ’

Post a Comment