১০ পদে নিয়োগ দিচ্ছেন আজহারী, দেওয়া হবে যেসব সুবিধা

১০ পদে নিয়োগ দিচ্ছেন আজহারী, দেওয়া হবে যেসব সুবিধা

নিজের প্রতিষ্ঠান হাসানাহ ফাউন্ডেশনের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী। শুক্রবার (২৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান তিনি। ড. মিজানুর রহমান আজহারী ফেসবুক পোস্টে বলেন, ‘একটি আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে হাসানাহ ফাউন্ডেশন। সমাজের সর্বস্তরে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয়ে আমরা বহুমুখী ও কল্যাণমূলক কাজে নিয়োজিত। আর এই মহৎ উদ্যোগগুলো এগিয়ে নিতে প্রয়োজন স্বপ্নবাজ ও উদ্যমী একঝাঁক নতুন মুখ। সম্ভাবনাময় ক্যারিয়ার গড়তে তাই যুক্ত হোন হাসানাহ ফাউন্ডেশনে।’

যে পদগুলোতে আবেদন করা যাবে 

১. অফিস ইন-চার্জ, ২. অ্যাকাউন্টস অফিসার, ৩. সীরাহ মিউজিয়াম কো-অর্ডিনেটর, ৪. মক্তব কো-অর্ডিনেটর, ৫. কারিকুলাম ডেভেলপার, ৬. ভিডিও এডিটর, ৭. ভিডিওগ্রাফার কাম ক্যামেরাম্যান, ৮. ক্রিয়েটিভ ডিজাইনার, ৯. কন্টেন্ট রাইটার, ১০. রিসিপশনিস্ট।

মাসিক বেতন ও অন্যান্য সুবিধা 

এসব পদে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা পর্যন্ত (পদ ও কাঙ্ক্ষিত অভিজ্ঞতার ভিত্তিতে) মাসিক বেতনের পাশাপাশি আরও থাকছে : ১. দুটি ঈদ বোনাস, ২. একটি পারফরম্যান্স বোনাস, ৩. বাৎসরিক ইনক্রিমেন্ট, ৪. প্রভিডেন্ড ফান্ড, ৫. প্রমোশন।

আবেদনের সময়সীমা: ২৫ জুলাই থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত এসব পদে আবেদন করতে পারবেন। আজহারীর ফেসবুক পেজে দেয়া সংশ্লিষ্ট পোস্টের কমেন্টে সংযুক্ত লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post