মুরাদনগর রণক্ষেত্র

 


কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষ, পুলিশ ও সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছেন। গতকাল বিকালে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে এ হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।


গতকাল বিকালে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সদরের আল্লাহু চত্বরে আসিফ মাহমুদের সমর্থকরা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে জমায়েত হসময় সমাবেশস্থল লক্ষ করে পার্শ্ববর্তী জেলা পরিষদ মার্কেট থেকে বেশ কয়েকটি ইটপাটকেল ছোড়া হয়। এরপরই দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়।

আসিফ মাহমুদের পক্ষের অ্যাডভোকেট ওবায়দুল হক বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির লোকজন আমাদের ওপর হামলা চালিয়েছে। মিছিল নিয়ে আসার পর শত শত ইটপাটকেল ছুড়ে আমাদের ধাওয়া দিতে থাকেএ সময় প্রায় অর্ধশতাধিক সমর্থক আহত হন। এ বিষয়ে মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, আমরা প্রতিদিনই কর্মসূচি পালন করে আসছি। আমাদের ছেলেরা হামলা করেনি বরং তাদের হামলা প্রতিরোধ করেছে। আমরা বিএনপি অফিসে অবস্থান করছিলাম।

তারা ঢিল মেরে প্রথমে হামলা করে। আমাদের অন্তত ১৫ জন জন আহত হয়েছেন।

কুমিল্লার মুরাদনগর থানার তদন্ত কর্মকর্তা আমিন কাদের খান বলেন, আজকে মুরাদনগর সদরে এনসিপির সমর্থনে বিক্ষোভ সমাবেশ চলছিল। এ সময় পাশে অবস্থানকারী কিছু লোক বিনে উসকানিতে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করে।।ন।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post