মাঝ আকাশে সন্তান জন্ম দিলেন এয়ার ইন্ডিয়ার যাত্রী

 


মাঝ আকাশে সন্তান জন্ম দিয়েছেন থাইল্যান্ডের এক নারী যাত্রী। গত বুধবার (২৩ জুলাই) ওমানের মাস্কাট থেকে ভারতের মুম্বাইগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। খবর খালিজ টাইমসের। 


খবরে বলা হয়, মাঝ আকাশে হঠাৎ করেই প্রসব বেদনা ওঠে ওই থাই নারীর।


সৌভাগ্যক্রমে বিমানে এক নার্স যাত্রী ছিলেন, যিনি বিমানবালাদের সহায়তায় পুরো প্রসব প্রক্রিয়াটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সাহায্য করেন।

বিমানবালারা তাদের প্রশিক্ষণের আলোকে দ্রুত ও সঠিক পদক্ষেপ নিয়ে তার প্রসব সম্পন্ন করান। পাইলটরা সঙ্গে সঙ্গে মুম্বাই এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি অবহিত করেন এবং জরুরি অবতরণের অনুরোধ জানান।


বিমানটি মুম্বাইয়ে অবতরণের সঙ্গে সঙ্গে প্রস্তুত রাখা হয় মেডিক্যাল টিম ও অ্যাম্বুল্যামা ও নবজাতককে দ্রুত কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার সঙ্গে ছিলেন একজন নারী এয়ারলাইনসকর্মী, যিনি তাদের সেবা ও সহায়তা নিশ্চিত করেন।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এই ঘটনার জন্য তাদের ককপিট ক্রু, কেবিন ক্রু, গ্রাউন্ড স্টাফ, চিকিৎসাকারী দল এবং বিমানবন্দর কর্তৃপক্ষের মধ্যকার সুচারু সমন্বয়ের ভূয়সী প্রশংসা করেছে। এয়ারলাইনসটি এক বিবৃতিতে জানায়, এই ব্যতিক্রমী মুহূর্তটি আমাদের দলের প্রস্তুতি, মানবিকতা এবং টিমওয়ার্কের উজ্জ্বল উদাহরণ—যা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের গর্বের প্রতীক।ন্স।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post