পিরোজপুরের মঠবাড়িয়া বিএনপি কার্যালয়ে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১ জুলাই) দিনগত রাত পৌনে ১০টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হালিম তালুকদার।
ঘটনার সময় বিএনপি কার্যালয়ে থাকা নেতাকর্মীরা জানান, কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দ হয়। নেতাকর্মী ও স্থানীয় লোকজন ছোটাছুটি করে। এ সময় স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। থানা পুলিশ ঘটনাস্থলে এসে প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার ও আলামত সংগ্রহ করেছে।
প্রতিবাদে বিক্ষুব্ধ দলীয় নেতাকর্মী রাতেই পৌরশহরে মিছিল করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ তদন্ত মো. আবদুল হালিম ঘটনা নিশ্চিত করে বলেন, ‘অজ্ঞাত দুর্বৃত্তরা বিএনপি অফিস লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। ঘটনাস্থলে ককটেলসদৃশ দৃশ্য দেখা গেছে। স্থানীয়রা দুটি বিস্ফোরকজাতীয় দ্রব্যের শব্দ শুনে থানায় অবহিত করেন।
বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment