মঠবাড়িয়ায় বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

 


পিরোজপুরের মঠবাড়িয়া বিএনপি কার্যালয়ে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১ জুলাই) দিনগত রাত পৌনে ১০টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। 


খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হালিম তালুকদার।


ঘটনার সময় বিএনপি কার্যালয়ে থাকা নেতাকর্মীরা জানান, কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দ হয়। নেতাকর্মী ও স্থানীয় লোকজন ছোটাছুটি করে। এ সময় স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। থানা পুলিশ ঘটনাস্থলে এসে প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার ও আলামত সংগ্রহ করেছে।


প্রতিবাদে বিক্ষুব্ধ দলীয় নেতাকর্মী রাতেই পৌরশহরে মিছিল করেন। 

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ তদন্ত মো. আবদুল হালিম ঘটনা নিশ্চিত করে বলেন, ‘অজ্ঞাত দুর্বৃত্তরা বিএনপি অফিস লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। ঘটনাস্থলে ককটেলসদৃশ দৃশ্য দেখা গেছে। স্থানীয়রা দুটি বিস্ফোরকজাতীয় দ্রব্যের শব্দ শুনে থানায় অবহিত করেন।


বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post