বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ি ভাঙচুরের চেষ্টা অভিনেত্রী নুপুরের

 


বিয়ের দাবিতে প্রেমিকের বাসায় গিয়ে গেট ভাঙচুরের চেষ্টা করেছেন অভিনেত্রী নুপুর। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 


ওই ভিডিওতে দেখা যায়, নুপুর তার প্রেমিক রাজের বাসার গেটে লাথি মারছেন। এ ছাড়া ওই বিল্ডিংয়ের এক নারী পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করছেসময় তিনি ওই কর্মীকে শারীরিকভাবেও হেনস্তা করেন এবং তাকে রাজের বিরুদ্ধে মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেন। 

ওই পরিচ্ছন্নতা কর্মী দাবি করেন, তিনি কখনো নুপুরকে দেখেননি এবং রাজের সঙ্গে সম্পর্কের বিষয়ে কিছুই জানেন না।


নুপুর বলেন, রাজ তাকে এই বাসায় একাধিকবার নিয়ে এসেছেভিডিওতে আরো দেখা যায়, রাজের সঙ্গে তার কিছু অন্তরঙ্গ ছবি গণমাধ্যমকে দেখান।সময় তিনি দাবি করেন, ছবিগুলো শ্রীমঙ্গলে ঘুরতে যাওয়ার সময় তোলা। ছবিগুলো তার নিজের ফোন থেকেই তোলা এবং তার কাছে ভিডিও আছে।

নুপুর জানান, রাজ ও তার মা গা ঢাকা দিয়েছেন। তার ভাষ্যমতে, রাজের মা ও দুলাভাই সঙ্গীত সাহা এই ঘটনার জন্য দায়ী।ন।ন।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post