সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের ২ নেতা নিহত

সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের ২ নেতা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী ২ ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের অক্সিজেন রোড এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাটের চেয়ারম্যান ঘাটা এলাকার মো. আব্দুল মালেক মানিকের ছেলে মো. আরিফ (২৫) ও একই এলাকার মৃত হাছি মিয়ার ছেলে মো. জুয়েল (২৪)।

তারা দুজনই ইউনিয়ন ছাত্রদলের সদস্য ছিলেন বলে নিশ্চিত করেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. কোরবান আলী সাহেদ।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে ভাটিয়ারী বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন দুই বন্ধু। এ সময় ঢাকামুখী সড়কে বেপরোয়া গতির মুসকান কোম্পানির একটি তেলবাহী ভাউচার তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হন। নিহত আরিফ ভাটিয়ারী ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতির দায়িত্বে ছিলেন ও জুয়েল ওয়ার্ড ছাত্রদলের সদস্য ছিলেন।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মুমিন বলেন, ঢাকামুখী সড়কে একটি তেলবাহী ভাউচারের ধাক্কায় দুইজন নিহত ও একজন আহত হন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হবে। দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটি থানা হেফাজতে রয়েছে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post