নড়াইলে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

 


নড়াইলের লোহাগড়া উপজেলায় বটি দিয়ে বিল্লাল শেখ (৩৩) নামে এক যুবকের পুরুষাঙ্গ কাটার অভিযোগ উঠেছে তার স্ত্রী রুমা বেগম (২৮) এর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ওই নারীকে আটক করেছে পুলিশ।


আজ রবিবার (২৬ জুলাই) রাত ১টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা পশ্চিমপাড়া গ্রামের সোনা মিয়া শেখের ছেলে।


রুমা বেগম একই উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রামের ফরিদ শেখের মেস্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা পশ্চিমপাড়া গ্রামের সোনা মিয়া শেখের ছেলে বিল্লাল শেখের সঙ্গে একই উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রামের ফরিদ শেখের মেয়ে রুমা বেগমের বিবাহ হয়। ওই দম্পত্তির ১ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। আজ রবিবার রাত ১টার দিকে রুমা বেগম বটি দিয়ে বিল্লাল শেখের পুরুষাঙ্গ কেটে ফেলার চেষ্টা করেন।পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

জানা যায়, বিল্লাল শেখ পরকীয়া প্রেমে আসক্ত হয়ে স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করেন। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে তার স্ত্রী রুমা বেগম এ ঘটনাটি ঘটিয়েছেন।


লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত বিল্লাল শেখ বলেন, ‘রাতে খেয়ে ঘুমিয়ে পড়ি।


রাত ১টার দিকে আমার স্ত্রী রুমা বেগম বটি দিয়ে আমার পুরুষাঙ্গ কাটতে থাকে। তাকে ঠেকাতে গিয়ে আমার হাতও কেটে যায়। পরে বাড়ির লোকজন আমাকে হাসপাতালে এনে ভর্তি করে। ক্ষত স্থানে ১২-১৪টা সেলাই লেগেছে।

পরকীয়ার বিষয়টি জানতে চাইলে তিনি তা অস্বীকার করে বলেন, ‘কোনো কারণ ছাড়াই সে এমন আমি মামলা করব।’ অভিযুক্ত রুমা বেগম আটক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় ওই ব্যক্তির স্ত্রী রুমা বেগমকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ বা এজাহার পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’করেছে।য়ে।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post