আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মুয়াজ্জিনের

 

বগুড়ার নন্দীগ্রামে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুলু মিয়া (৫০) নামের স্থানীয় এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। রবিবার (৩ আগস্ট) ভোরে উপজেলা শহরের বৈলগ্রাম উত্তরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।


নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেমৃত বুলু মিয়া পৌরসভার বৈলগ্রাম উত্তরপাড়ার বাসিন্দা মৃত আছিমুদ্দিনের ছেলে।স্থানীয় সূত্র জানায়, বুলু মিয়া দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে বৈলগ্রাম উত্তরপাড়ার একটি মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন। অন্যান্য দিনের মতো রবিবার ভোরে ফজরের আযান দিতে যাওয়ার সময় ছিড়ে রাস্তায় পড়ে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


পল্লী বিদ্যু অফিসের আঞ্চলিক উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) কায়সার রেজা বলেন, ‘যে তার দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয়, সেই তার না দিয়ে জিআই তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিরবিবার ভোররাত থেকে ভারি বৃষ্টির কারণে তারটি ছিঁড়ে যায় এবং এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।’

নন্দীগ্রাম থানার ওসি জানান, স্থানীয়রা মুয়াজ্জিনের মরদেহ দেখতে পেয়ে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরিবারের পক্ষ থেকে কারো কোনোরকম অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।ল।ন।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post