বরিশালের বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।রোববার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সিআইডির একটি বিশেষ টিম তার মামার বাসা থেকে তাকে আটক করে।সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান সাংবাদিকদের জানান, “তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে ঢাকায় আনার প্রক্রিয়া চলছে।”
এর আগে গত ১৭ আগস্ট তৌহিদের বাবা ও বেসরকারি টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীন সাথীকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাকে আটক করা হয়।
Post a Comment