শিশুদের নিরাপত্তা নিয়ে বাবা-মায়ের দুশ্চিন্তার শেষ নেই। বিশেষ করে জিন, শয়তান ও বদনজরের প্রভাব থেকে বাঁচাতে ইসলামিক দোয়া ও আমলকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন আলেমগণ।এমন এক দোয়া রয়েছে, যা নবীজি (সা.) শিশুদের ওপর ফুঁ দিয়ে পাঠ করতেন। এ দোয়া পাঠ করলে ইনশাআল্লাহ শিশু বদনজরের প্রভাব ও জিন-শয়তানের হাত থেকে নিরাপদ থাকবে।আরবি দোয়া:
أُعِيذُكَ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لامَّةٍ
উচ্চারণ: উঈযুকা বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাহ, মিন কুল্লি শায়ত্ব-নিউ অ হা-ম্মাহ, অমিন কুল্লি আইনিল লা-ম্মাঅর্থ: আমি তোমার জন্য আল্লাহর পূর্ণাঙ্গ কালেমাসমূহের মাধ্যমে প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং সব ধরনের বদনজর থেকে মুক্তি চাইছি।
এ দোয়া হাদিসে বর্ণিত হয়েছে। হাদিস শরিফে এসেছে—
(আবু দাউদ, হাদিস : ৪৭৩৭)
ধর্মীয় বিশেষজ্ঞরা বলেন, এ দোয়া শুধু শিশু নয়, বড়দের ক্ষেত্রেও পড়া যেতে পারে। তবে শিশুদের ওপর বিশেষভাবে ফুঁ দিয়ে পড়ার নির্দেশনাই হাদিসে উল্লেখ আছে।হ।
Post a Comment