গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ মা ও গর্ভে থাকা শিশুর জন্য ঝুঁকির কারণ হতে পারে। গর্ভাবস্থায় তাই নিয়মিত রক্তচাপ মাপা জরুরি।গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ মা ও গর্ভে থাকা শিশুর জন্য ঝুঁকির কারণ হতে পারে। গর্ভাবস্থায় তাই নিয়মিত রক্তচাপ মাপা জরুরি। উচ্চ রক্তচাপ থাকলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা জরুরি। নিয়মিত রক্তচাপ মেপে নিয়ন্ত্রণে না রাখলে নানা জটিলতা হতে পারে। প্রি-একলাম্পসিয়া ও একলাম্পসিয়ার প্রধান কারণ উচ্চ রক্তচাপ।গর্ভাবস্থার প্রথম পাঁচ মাসের মধ্যে রক্তচাপ বেড়ে গেলে সেই মায়ের আগে থেকেই খানিকটা উচ্চ রক্তচাপ ছিল বলে ধরা হয়। যাদের আগে থেকেই উচ্চ রক্তচাপ আছে এবং ওষুধ খান তাদের সন্তান নেয়ার আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত। গর্ভাবস্থার পাঁচ মাস পর যদি রক্তচাপ বেড়ে যায়, তবে তাকে জেসটেশনাল হাইপারটেনশন বা গর্ভকালীন উচ্চ রক্তচাপ বলা হয়।গর্ভকালীন সময়ে উচ্চ রক্তচাপ থাকলে প্রি-একলাম্পসিয়া ও একলাম্পসিয়ার ঝুঁকি বেড়ে যায়। অন্য জটিলতাগুলোর মধ্যে রয়েছে গর্ভবতী নারীর পা ফোলা, শরীরে পানি জমা, মাথাব্যথা, চোখে ঝাপসা দেখা, শ্বাসকষ্ট, হার্ট ফেইলিউর, রক্তক্ষরণ, খিঁচুনি ইত্যাদি। এতে গর্ভস্থ শিশুর স্বাভাবিক বিকাশ ব্যাহত হতে পারে। ঝুঁকিতে থাকেন যারা:
প্রথমবার গর্ভবতী হওয়া
যমজ সন্তানের গর্ভবতী হওয়া
৪০ বছরের বেশি বা ২০ বছরের কম বয়সী হওয়া
স্থূলতা
ডায়াবেটিস
কিডনি রোগ
নিকটাত্মীয় যার প্রি-একলাম্পসিয়া
থাইরয়েড
Post a Comment